ছবিঃ সিএনআই
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট।
শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
রবিবার ভোরে মাদারীপুরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পুরো মহাসড়ক অবরোধ করা হয়। এতে হঠাৎ করেই দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়ে নারী–শিশুসহ হাজারো যাত্রী।
স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু উশৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে গাছ কেটে সড়কে ফেলে রাখে, যাতে ভোর থেকেই চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একযোগে গাছের গুঁড়ি সরাতে মাঠে নামেন। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় অবশেষে গাছ সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবি ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) শাটডাউনের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য রোববার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের আটটি স্থানে গাছ ফেলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ২০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেন। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ‘প্রথমে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। পরে জেলা শহর থেকে আমরা যাই। গাছগুলো অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
দিনাজপুর প্রতিনিধি : কৃষকের জন্য বিএডিসির বরাদ্ধ সার কালোবাজ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “ধান ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর গোবিন্দনগড় এলাকায়, আলহাজ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)