
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দার সেই পা দিয়ে লিখে এইচএসসি পাস করা দুই হাতহীন জসিম মাতুব্বরের (২৬) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে তিনি পেয়েছেন তার বহু প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন নিজেই জসিমের ব্যবসা প্রতিষ্ঠান, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে গিয়ে এনআইডি কার্ডটি তার হাতে তুলে দেন।
এনআইডি হাতে পেয়ে আবেগাপ্লুত জসিম মাতুব্বর জানান, “জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এনআইডি পাইনি। আজ ইউএনও স্যার আমার দোকানে এসে নিজ হাতে কার্ডটি দিয়েছেন—এটা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউএনও দবির উদ্দিনের উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি এবং পায়ের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে দ্রুত কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়।
জন্ম থেকেই দুই হাতবিহীন জসিম নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জাতীয় পরিচয়পত্র না থাকায় এতদিন পড়াশোনা, ব্যবসা ও সরকারি-বেসরকারি সেবাগ্রহণে নানান ভোগান্তির মুখে পড়তে হতো তাকে। তবে ইউএনওর মানবিক উদ্যোগে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।
স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মানবিক পদক্ষেপ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
কার্ড বিতরণের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মাইটিভির স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম জনিসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত দেশি মদপান...
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : ভাতিজার কাছে পাওনা টাকা পাবার অভিযোগে কাকা...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় খরস্রোতা যমুনা যেন রাক্ষুসী রুপে গিলে ফেলতে শুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে পানি বন্দি থাকায় মানবিক সহা...
মন্তব্য (০)