
প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ রাঙ্গামাটিতে হ্রদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জেলার বরকল উপজেলার কুটকুটিছড়িতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরকল উপজেলার সুবলং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর আশিক।
নিহত নাম সুমন (৩২)। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখান্দা উপজেলার রড়দুলহাট গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
জালের মালিক মো. মোতালেব হোসেন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় হ্রদে মাছ ধরাতে জাল ফেলা হয়। সবাই মিলে জাল টানছিল। রাত ৯টার দিকে প্রচন্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়। এসময় তারা জাল টানছিলেন। হঠাৎ বজ্রপাতে জাল টানা অবস্থায় সুমন সরকারসহ ৮ জন নৌকায় লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর অন্যদের জ্ঞান ফিরলেও সুমনের মারা যায়।
এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা রাঙ্গামাটি আসছেন।
বরকল উপজেলার সুবলং ফাঁড়ির অফিসার ইনচার্জ আনিসুর আশিক জানান, হ্রদে মাছ শিকারের সময় বজ্রপাতে একজন মৃত্যু হয়েছে। এতে আরো ৭ জন আহতর খবর পেয়েছি। পরিবার আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত দেশি মদপান...
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ...
পাবনা প্রতিনিধি : ভাতিজার কাছে পাওনা টাকা পাবার অভিযোগে কাকা...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় খরস্রোতা যমুনা যেন রাক্ষুসী রুপে গিলে ফেলতে শুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে পানি বন্দি থাকায় মানবিক সহা...
মন্তব্য (০)