
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের অনুকূলে দুঃস্থদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে ২০২২ সাল থেকে। অসহায় মানুষের জন্য এই ট্রাষ্টি গঠন করা হয়েছে। আমাদের এখন ৩ শত ৭ কোটি টাকা ব্যাংকে রয়েছে এই খাতে। সড়কে প্রান ঝড়ে গেলে তার জন্য ৫ লাখ টাকা, আহত হলে ৩ লাখ টাকা দেয়া হয়। আমরা রাস্তায় শৃঙ্খলা রক্ষার্থে বদ্ধ পরিকর। তিনি বলেন, অসহায় মানুষের মাঝে এর আগে ফরিদপুরে ২ কোটি টাকা দেয়া হয়। রবিবার দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মাঝে আরো ২৫ লাখ টাকা দেয়া হলো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান, জেলা ট্রাক মালিক সমিতির শাহিন চৌধুরী সহ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গ।
পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ৫টি পরিবারবর্গের মাঝে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক তুলে দেন তিনি।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে একের পর এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি ঘটন...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি ক...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “এখন...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নি...
নিজস্ব প্রতিদেবকঃ সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রকাশ্যে ...
মন্তব্য (০)