• সমগ্র বাংলা

অগ্নিনির্বাপণ আইন লঙ্ঘন, সাতকানিয়ায় ১ লাখ ৪৫ হাজার টাকার জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কেরানিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা না থাকা, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার সংরক্ষণ, আবাসিক এলাকায় সিলিন্ডার মজুত করা এবং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার মতো বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয়।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—ছদাহা বৈলতলীর সিলিন্ডার গুদামের মালিক মো. ফেরদৌস (৫০ হাজার টাকা), কেরানিহাট মেসার্স মজিদ পেট্রোল পাম্প অ্যান্ড কোং (২০ হাজার টাকা), সাঙ্গু এলপিজি (২০ হাজার টাকা), বাজালিয়া অটো এলপিজি (১০ হাজার টাকা), কেরানিহাট অটো গ্যাস (২০ হাজার টাকা), তোহা এন্টারপ্রাইজ (২০ হাজার টাকা) এবং কেরানিহাট বাস মালিক সমিতি (৫ হাজার টাকা)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “কেরানিহাট এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না। বহুতল ভবন, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে সেফ এক্সিট না থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

মন্তব্য (০)





image

জামালপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে একের পর এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি ঘটন...

image

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি ক...

image

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মাঝে বিআ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহ...

image

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “এখন...

image

আশেক মাহমুদ কলেজে আবেগঘন পরিবেশে অধ্যক্ষ হারুন অর রশিদের ...

জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নি...

  • company_logo