• সমগ্র বাংলা

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, দুই প্রজন্মের জীবনের টানাপোড়েন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ খুলনা নগরীর মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে রোববার সকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। দিনের শুরুতেই সেখানে হাজির হয় উচ্ছেদের নোটিশ, আর সঙ্গে আসে ভয় আর অনিশ্চয়তার কালো ছায়া। প্রশাসনের পক্ষ থেকে প্লট মালিকদের জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হলে বাসিন্দারা প্রতিবাদে রাস্তায় নামেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন।

ঘটনার শুরু হয় যখন বাসিন্দারা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ইটপাটকেল ছোড়েন, পুলিশ পিছু হটে যায়। পরে টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এর মধ্যে অভিযানে ব্যবহৃত একটি বুলডোজার ভেঙে দেন ক্ষুব্ধ বাসিন্দারা।

বাস্তুহারাদের দাবি স্পষ্ট—“পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ নয়।” তাদের কথায় ভেসে আসে অস্থিরতা আর দুঃখের সুর। দুই একর জায়গা জুড়ে প্রায় ২০০ পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বাস করছে। ঘরগুলো হয়তো টিনের, কিন্তু প্রতিটি দেয়ালে আছে হাসি-কান্নার স্মৃতি। সন্তানদের পড়াশোনা, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা, সংসারের খুঁটিনাটি—সবকিছুর সাথে মিশে আছে এই ছোট্ট আশ্রয়।

অন্যদিকে, এই জমির ন্যায্য মালিকরাও আছেন দীর্ঘ অপেক্ষার ভারে ক্লান্ত। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ লটারির মাধ্যমে ৪২ জনকে এই প্লট বরাদ্দ দিয়েছিল। কিন্তু ৩৫ বছর পার হলেও তারা জমির দখল পাননি। জমির কাগজ আছে, কিন্তু মাটি নেই—তাদের হতাশাও তাই বছরের পর বছর জমে আছে।

এ যেন দুই পক্ষের দুই রকম বেদনা। একদিকে আশ্রয় হারানোর ভয়, অন্যদিকে প্রাপ্য অধিকার ফিরে না পাওয়ার ক্ষোভ। সংঘর্ষ আর ধোঁয়ার আবছায়ার ভেতর দিয়ে ফুটে ওঠে—বাংলাদেশের শহুরে জীবনের একটি চিরন্তন দ্বন্দ্ব: জমির মালিকানা আর মানুষের বেঁচে থাকার অধিকার।

পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে—এই পরিবারগুলো কি তাদের মাথার উপর ছাদ হারাবে, নাকি দীর্ঘ প্রতীক্ষার পর জমির মালিকরা ফিরে পাবেন প্রাপ্য অধিকার?

মন্তব্য (০)





image

জামালপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে একের পর এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি ঘটন...

image

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি ক...

image

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারবর্গের মাঝে বিআ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহ...

image

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “এখন...

image

আশেক মাহমুদ কলেজে আবেগঘন পরিবেশে অধ্যক্ষ হারুন অর রশিদের ...

জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নি...

  • company_logo