
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশের ন্যায় লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি।বেশির ভাগ মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। আজ রবিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার এ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিবছর শরত্কালে দেবী দুর্গা কৈলাস পর্বত থেকে মর্ত্যে আসেন। এ জন্য দেশজুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি। প্রতিমার অবকাঠামো তৈরি হয়েছে। এখন শুরু হবে রং করার কাজ।
সংশ্লিষ্টরা জানান,আজ ভোর সাড়ে ৫টায় মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি এই মহালয়া।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় লালমনিরহাটের মন্দির ও পূজামণ্ডপগুলোতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজনে শুরু হয়েছে। চণ্ডীপাঠ ছাড়াও মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানান ভক্তরা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে একের পর এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি ঘটন...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি ক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “এখন...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নি...
মন্তব্য (০)