
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নৌকাবাইচ হলো গ্রামবাংলার লোক সংস্কৃতির একটি অংশ। বর্ষায় এই জনপদে নৌকাবাইচ আনন্দ উৎসবে পরিনত হয়। এটি একই সঙ্গে উৎসব ও জনপ্রিয় একটি খেলা। তবে ঠিক কবে এ দেশে নৌকাবাইচের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস এখনো জানা যায়নি। সময়ের বিবর্তনে আর কালের পথপরিক্রমায় নদীমাত্রিক বাংলার নৌকাবাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হলেও সাম্প্রতিক কয়েক বছর ধরে হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য বাঁচিয়ে রাখার লক্ষ্যে আবার তা জনপ্রিয় হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২০সেপ্টেম্বর) বিকালে আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আর স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে পুরো বিলজুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ। নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুনীরা, মোবাইল ফোনে নৌকাবাইচের দৃশ্য ধারণ করেন। প্রতিযোগী নৌকাগুলো যখন তাদের বৈঠা দিয়ে জল কেটে এগিয়ে যাচ্ছিল তখন নদীর দুই পাড় থেকে দর্শকরা করতালি ও স্লোগান দিয়ে তাদের উৎসাহ দেন। যে নৌকা সীমা পেরিয়ে আগে যাবে জয় হবে তার। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকের মাঝে। শুধু ঝপঝপ বৈঠার শব্দ আর মারো টান হেইও, আরও জোরে হেইও! সেই সঙ্গে বাদ্যযন্ত্রের ধ্বনি। সব মিলিয়ে চরম উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য দৃশ্য।
দর্শনার্থীরা বলেন, দীর্ঘ ৩০বছর পর এই ঐতিহ্যবাহী ছাতড়া বিলে নৌকাবাইচ খেলা দেখতে পেরে খুব ভালো লেগেছে। আমরা চাই প্রতি বছর এ নৌকাবাইচ খেলা হোক। আর যিনি এ খেলার আয়োজন করেছে তিনি যেন প্রতি বছর এ নৌকাবাইচ খেলার আয়োজন করেন। এ ধরনের ব্যতিক্রম আয়োজন যদি নিয়মিত হয় তাহলে সকলেই আরো বেশি উৎসাহিত হবে। সেই সাথে বিলের প্রাকৃতিক সম্পদ রক্ষা পাবে।
নৌকাবাইচের আয়োজক নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, বিএনপি হচ্ছে দেশের গণমানুষের দল। ২০০৭ সালের ১ নভেম্বর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটি আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা যে আত্মত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার কররো। তাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন।
উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাহক মণ্ডল, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মারুফ খান, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য আলী রেজা, তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রনেতা বিপ্লব আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে একের পর এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি ঘটন...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি ক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “এখন...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নি...
মন্তব্য (০)