
ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় হাসপাতালের সামনে গ্যাসের লিকেজ থেকে একটি এ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুনে এক নারী সহ দুই জন দগ্ধ হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- এ্যাম্বুলেন্স যাত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও এ্যাম্বুলেন্স চালক বিজয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। পরে ভাড়া করা এ্যাম্বুলেন্সে ওঠার সময় লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ থেকে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে এ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ মনোয়ারা বেগম শরীরের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদেরকে দু’জনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবরপেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম বলেন, এ্যাম্বুলেন্সটি বেসরকারী ভাড়া করা। কীভাবে এই আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার উন্নয়ন প্রকল্পের ক...
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম প...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের শহরতলীর বিরল এলাকায় বিক্ষুদ্ধ তৌহিদী জন...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ই...
মন্তব্য (০)