• সমগ্র বাংলা

গাজীপুরে পরিবেশ সুরক্ষিত রাখতে সহযোগিতা করা হবে: পুলিশ সুপার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক বলেছেন, "পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ রক্ষার যে কোন উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে। বনাঞ্চল ও রাস্তায় গভীর রাতে ময়লা বর্জ্য ফেলতে দিবো না। খবর পাওয়ার সঙ্গে কথা তাৎক্ষণিকভাবে পুলিশ কঠোর পদক্ষেপ নিবেন । আমরা যাঁর যাঁর জায়গা থেকে পরিবেশ রক্ষায় কাজ করবো। পরিবেশ বিপর্যয় রোধে পুলিশের পক্ষে সব ধরনের সহযোগী সবসময় অব্যাহত থাকবে। পরিবেশ সংক্রান্ত সব ধরনের কাজে পুলিশ সহযোগীতা করবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ) দুপুরে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের আয়োজনে "পরিবেশ বির্পযয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার" প্রধান অতিথির বক্তব্যে   এসব কথা বলেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ এর সভাপতিত্বে ও নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি বন পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ বর্জ্য। বাংলাদেশ প্রতিদিন একজন মানুষ দ্বারা গড়ে ৫০০ গ্রাম বর্জ্যের সৃষ্টি হয়। এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। পরিবেশ বিপর্যয় হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। পরিবেশ রক্ষা করতে হলে বেশি গাছ লাগাতে হবে। এর কোন বিকল্প নেই। শুধু গাছ লাগালে হবে না পরিচর্যা করতে হবে। তবেই আমাদের পরিবেশ রক্ষা করতে পারবো।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদল বলেন, সেসকল শিল্প কারখানা তাদের তরল বর্জ্য সরাসরি নদী খাল বিলে ছেড়ে দিচ্ছে আমরা সংশ্লিষ্টের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যে গাজীপুরের ১২টি শিল্প কারখানার সবধরনের সেবা সংযোগ বন্ধ করা হয়েছে। আরও ৮টি কারখানার সেবা সংযোগ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা হবে। তিনি আরও বলেন, এক্স সিরামিক কারখানা যে গ্রীণ ফ্যাক্টরী এওয়ার্ড পেলেন সেটি দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এবিষয়ে আমাদের মতামত নেয়নি। একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত করে সে অনুযায়ী রিপোর্ট পাঠানো হয়েছে। আশাকরি এ্যাওয়ার্ড বাতিল হবে।

রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেছেন, নদী পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষা করা আমার আপনার সাংবিধানিক দায়িত্ব। পরিবেশ রক্ষায় আইনের প্রয়োগসহ আমাদের সচেতন হতে হবে।

এসময় পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক বিভিন্ন বক্তব্য ও কুইজে অংশ গ্রহণ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকগণ।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে হাসপাতালে গ্যাসের লিকেজ থেকে এ্যাম্বুলেন্সে ব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় হাসপাতালের সামন...

image

‎র‍্যাব এর অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদা হত্যা মামলার...

নিজস্ব প্রতিবেদকঃ র‍্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরে...

image

চাটমোহর পৌরসভার প্রকল্পের কাজ ঠিকমত না হওয়ায় ইঞ্জিনিয়ার...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার উন্নয়ন প্রকল্পের ক...

image

‎চৌদ্দগ্রাম উপজেলায় ১৫ হাজার শিক্ষার্থীর একযোগে ১৫ হাজার ...

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম প...

image

দিনাজপুরে বিক্ষুব্ধ তৌহিদী জনতার আগুনে পুড়লো তথা কথিত পীর...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের শহরতলীর বিরল এলাকায় বিক্ষুদ্ধ তৌহিদী জন...

  • company_logo