
ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ ঠিকমত না হওয়ার প্রতিবাদ করায় প্রকল্প ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার সহযোগীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা বারোটার দিকে পৌর সদরের পুরাতন বাজার কুয়েত প্রকল্পের নির্মানাধীন ভবনের পাশে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুয়েত প্রকল্পের আওতায় চাটমোহর পুরাতন বাজারে একটি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয় সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর সময়। দীর্ঘদিন কাজটি অদৃশ্য কারণে বন্ধ থাকার পরে পুনরায় কাজ শুরু হলে প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন কুয়েত প্রকল্প মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম। এ সময় চাটমোহর পৌরসভার ইঞ্জিনিয়ার মো. রাফিউল বাড়িসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্প ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কাজ হচ্ছে। ভবন নির্মাণে ব্যবহৃত বালির মান নিয়ে আপত্তি জানান তিনি। বালিগুলো উত্তোলন করে ভালো মানের বালি ব্যবহারের নির্দেশ দেন প্রকল্প ইঞ্জিনিয়ার। এতে কথা কাটাকাটি শুরু হয় ঠিকাদারি প্রতিষ্ঠান শাফায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম ও তার সহযোগী রুবেলের সাথে। একপর্যায়ে সিরাজ ও রুবেল প্রকল্প ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকলে পৌরসভার ইঞ্জিনিয়ারসহ অন্যান্যরা এগিয়ে আসেন এ সময় তাদেরকেও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়।
বিষয়টি নিয়ে প্রকল্প ইঞ্জিনিয়ার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললে প্রকল্প পরিচালক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার নির্দেশ দেন।
পরে ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাটমোহর থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম জানান, নির্মাণ সামগ্রী নিয়ে আমার সহযোগী রুবেলের সাথে ইঞ্জিনিয়ার এর কথা কাটাকাটি হয়েছে। তবে তিনি মারপিটের বিষয়টি অস্বীকার করেন।
বিষয়টি নিয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর পৌরসভার প্রশাসক মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি আমাকে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। আমি বিষয়টি তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় হাসপাতালের সামন...
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরে...
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও চৌদ্দগ্রাম প...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের শহরতলীর বিরল এলাকায় বিক্ষুদ্ধ তৌহিদী জন...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ই...
মন্তব্য (০)