• বিশেষ প্রতিবেদন

রাণীনগরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা, উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে ১৩৩৮ মেট্টিকটন ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২৩২৮ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তকিমা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সদর ইউপি বিএনপির সভাপতি আয়েন-উল-হক, উপজেলা চালকল মিল মালিক গ্রুপের সভাপতি মকলেছুর রহমান বাবু, সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্যে পান সেই লক্ষ্যে এবার সরকার ধানের দাম বৃদ্ধি করেছে। ফলে কৃষকরা খোলা বাজারের চেয়ে বেশি দামে সরকারের ঘরে ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন। তাই শর্তগুলো মেনে কৃষকরা সরকারের ঘরে ধান দিলে অবশ্যই তারা লাভবান হবেন। এছাড়া খোলা বাজারেও যেন কৃষকরা ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা থেকে শুরু করে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আগামীতেও এই ধরণের অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।    

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে বিলুপ্ত পথে ছাতা মেরামতের কারিগর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে ছাতার ব্যবহার এক দিনেই হয়ে উঠেনি। মানব সৃষ্টি...

image

অসময়ে বন্যা, কপালে চিন্তার ভাঁজ চরাঞ্চলের পাটচাষিদের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পাড়ঘেঁষে জেগে...

image

অবশেষে মেরামত হচ্ছে নওগাঁ পৌরসভার বেহাল সড়কগুলো

নওগাঁ প্রতিনিধি: গত ৫আগস্টের পর দেশের সকল পৌরসভার ন্যায় নওগাঁ পৌরসভাতেও জেলা ...

image

উলিপুরে তিস্তার তীরে বাদামের হাট, ক্রেতা না থাকায় চিন্তিত...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার তীরে অস্থায়ী কাঁচা বাদা...

image

নওগাঁয় সৈনিক পোকার চাষ!

নওগাঁ প্রতিনিধি: বিষমুক্ত মাছ চাষে বাণিজ্যিক মৎস্য খাবারের বিকল্প হিসেবে পরিব...

  • company_logo