• বিশেষ প্রতিবেদন

প্রাণ ফিরে পাচ্ছে রাণীনগরের পাখি পল্লী পর্যটন এলাকা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারা। যে খালের দুই পাশ দিয়ে গড়ে তোলা হয়েছে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা। বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর হওয়া বিল ও খালটি দর্শন করতে এলাকাটি দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে ওঠে। কিন্তু বর্ষা মৌসুমে বিল ও খালের সৌন্দর্য প্রকাশে এবং নৌকা চলাচলের বড় বাধা ছিলো কচুরিপানা। পাখি পল্লীর সৌন্দর্য নষ্ট করার প্রধান অন্তরায় ছিলো খালে জমে থাকা এই কচুরিপানা।

পর্যটন এলাকায় আসা দর্শনার্থীরা যেন সহজেই নৌকা করে বর্ষার রূপ ও পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে খালের কচুরিপানা পরিষ্কার করে খালের পানি ও নৌকা চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া এলাকাটি পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করতে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।  

পর্যটন এলাকাটি দর্শন করতে আসা দর্শনার্থী মো: হাসানুর রহমান জানান পরিবারসহ নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটানোর জন্য পর্যটন এলাকাটি খুবই উপযোগি। কিন্তু খালে থাকা কচুরিপানা এই এলাকার সৌন্দর্য নষ্ট করছিলো। এছাড়া নৌকায় করে এলাকাটির সৌন্দর্য উপভোগের বড় বাধা ছিলো এই কচুরিপানা। বর্তমানে খালের কচুরিপানা পরিষ্কার করায় নতুন একটি পরিবেশে ফিরে এসেছে পর্যটন এলাকায়। এখন দর্শনার্থীরা সহজেই নৌকায় করে ঘুরতে পারছেন। পর্যটন এলাকাকে আরো আকর্ষনীয় করতে তিনি সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পর্যটন এলাকার দোকানদার শফিকুল ইসলাম জানান পাখি পল্লীকে ঘিরে এই এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন কর্মসংস্থানের। গড়ে উঠেছে ছোট-বড় অর্ধশতাধিক দোকান। সম্প্রতি খালের কচুরিপানা পরিষ্কার করে নৌকা চলাচলের উপযোগি করায় এখন পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়েছে। বর্তমান ইউএনও স্যারের নেতৃত্বে দিন দিন এই পর্যটন এলাকা নতুন রূপায়নের মাধ্যমে পর্যটক বান্ধব হয়ে উঠছে। প্রশাসনিক সদিচ্ছার সঙ্গে সকলের সম্মিলিত প্রচেস্টায় একদিন এই পাখি পল্লী জেলার সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান পূর্বের স্যারের শুরু করা অসমাপ্ত কাজকে আরো সৌন্দর্য বর্ধন করে কিভাবে পর্যটনমুখি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এই খালের দুই পাশে পর্যটকদের সহজেই চলাচলের জন্য একটি আকর্ষনীয় ঝুলন্ত সেতু দ্রুতই নির্মাণ করা হবে। এছাড়া কচুরিপানা ছিলো রক্তদহ বিল ও খালের প্রধান সমস্যা। যে কচুরিপানার জন্য বিল ও খালে কৃত্রিম জলাবদ্ধতার কারণে নানা সমস্যার সৃষ্টি হয়ে আসছিলো। কচুরিপানার কারণে পর্যটকরা এসে নৌকা ভ্রমণ করা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। কচুরিপানা পরিষ্কার করায় একদিকে যেমন খালের স্বাভাবিক পানি প্রবাহের চলাচল বেড়েছে তেমনি ভাবে সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে।  বর্তমানে রতনদারা খাল ফিরে পেয়েছে তার প্রাকৃতিক জীবনধারা। এখন খালজুড়ে বয়ে যাওয়া নির্মল জলধারায় চলছে নৌকা সঙ্গে প্রকৃতি ফিরে পেয়েছে তার হারানো হাসি।
 
তিনি আরো জানান পর্যটন এলাকায় পাখিদের আরো অবাধ বিচরনের জন্য পাখি ও পরিবেশে বান্ধব গাছ রোপন করার কাজ চলমান রয়েছে। পর্যটকদের জন্য নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে বিনির্মাণ করে এই এলাকাকে আরো আকর্ষনীয় করে পর্যটন বান্ধব করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। ভবিষ্যতে এখানকার পরিবেশ ও পর্যটন সম্ভাবনাকে কেন্দ্র করে এই ধরনের আরো উদ্যোগ অব্যাহত থাকবে। প্রকৃতির প্রতি সবার ভালোবাসা ও সহানুভূতিসহ সার্বিক সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে এই পাখি পল্লীকে আরো ভিন্ন ভাবে বিনির্মাণ করতে স্থানীয় বাসিন্দাসহ সকল শ্রেণিপেশার মানুষের সুদৃষ্টি কামনা করেছেন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

‎ফিরে দেখা: ৩ জুলাই, শহীদ মিনার থেকে আসে হাসিনা পতনের ঘোষণা

নিউজ ডেস্কঃ অনিশ্চয়তায় ভরপুর প্রতিটি নির্ঘুম রাত পেরিয়ে আসে ...

image

মা‌নিকগ‌ঞ্জে স্থাপত্য ওয়া‌সি মহল এ‌নে দি‌লো আন্তজা‌তিক ...

মো. সো‌হেল রানা খান...

image

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক : বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সে...

image

ফিরে দেখা ২০২৪: সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ...

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থা...

image

‎ধ্বংসের মুখে ১৪২ বছরের পুরোনো ঐতিহাসিক রবার্ট মোরেলের কু...

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত ইংরেজ নীলকর রবার্ট...

  • company_logo