ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গ্রাম বাংলার এই আয়োজন দেখতে ভীড় জমায় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ হাজারো দর্শক। অনেকেই আবার প্রথমবারে মতো দেখছে এই খেলা। আবহমান এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করার আশ্বাস দিয়েছে আয়োজকরা।
মাঘ মাসের শুকনো মাঠে ঘোড়া উপরে উঠে দিতে হয় দৌড়। কয়েকটি ঘোড়ার সাথে লড়াই করে চূড়ান্ত লক্ষ্যে পৌছানোর এমন খেলাকেই বলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি) শীতের পড়ন্ত বিকেলে দীর্ঘদিন পর জামালপুরের মেলান্দহের হরিপুর ভাটিপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। যা দেখতে ভীর জমাই হাজারো দর্শক। অনেকেই আবার গ্রামীন বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখছে প্রথমবারের মতো। নারী-পুরুষ, শিশু- বৃদ্ধ সকলেই আনন্দে উচ্ছসিত এমন খেলা দেখে।
প্রতিযোগিতায় জামালপুর, শেরপুরসহ বেশকয়েকটি জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ খেলায় অংশ নেয়। খোলা মাঠে আয়োজকরা পাটের রশি বেঁধে একটি নির্দিষ্ট সীমা তৈরি করেন। আর সেখানেই কয়েকপাক দৌড়ে অংশ নেয় তারা। আর তাদের ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয় হাজারো মানুষ।
খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলের মানুষ খুব একটা বিনোদনের সুযোগ পায় না। এমন আয়োজন সত্যিই মানুষকে মুগ্ধ করে। পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার মধ্যে অন্য রকম মজা পান তারা। নানা রঙয়ের ছোট-বড় ঘোড়া দেখে শিশুরাও আনন্দিত হয়। এমন আয়োজন সবসময় হলে বাড়তি বিনোদন পাবে গ্রামাঞ্চলের মানুষ।
ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন জেলার মানুষেরা জানান, শুধু টাকার জন্য প্রতিযোগিতায় অংশ নেন না তারা। সাধারণ মানুষদের বিনোদিত করার পাশাপাশি নিজেরাও আনন্দ পান। এটা তাদের কাছে নেশার মতো। মানুষকে আনন্দ দিতে পেরে তারাও খুশি হন।
ঘোড়া দৌড় আয়োজক কমিটিরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহ্বাজ কিশমত পাশা জানান, এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেয়া। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজকে এগিয়ে নেয়া । আগামীতে আরও পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...
পাবনা প্রতিনিধিঃ মাছের রাজ্য চলনবিলে এবার মাছের আকাল। পর্যাপ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পর্যটন এলাকাগুলোর মধ্যে অন্যতম জেলার...
তোফাজ্জল হোসেন বাবু, পাব...

মন্তব্য (০)