• শিক্ষা

বাকৃবিতে চালু হলো অনলাইন চাকরি আবেদন পদ্ধতি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: ডিজিটাল ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির আবেদন করা যাবে অনলাইনে। এতে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে 'ইন্টিগ্রেটেড ই-ফর্ম সিস্টেম' এর মাধ্যমে এই অনলাইন আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই উদ্যোগের ফলে চাকরিপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সেবা আমাদের নিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ করে তুলবে।” তিনি এই ব্যবস্থাটি স্বল্প সময়ে চালু করতে যাঁরা কাজ করেছেন, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের কর্মকর্তারা।

শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনলাইন চাকরির আবেদন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

তিনভাবে পাওয়া যাচ্ছে এসএসসি ও সমমান ফল

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের...

image

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

 নিউজ ডেস্কঃ দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও...

image

এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কর...

image

জামালপুরে জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ জন কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির...

image

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

নিউজ ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট...

  • company_logo