• সমগ্র বাংলা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মাজেদ বাবু ফাউন্ডেশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৪ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে মাজেদ বাবু ফাউন্ডেশন। রবিবার ঈশ্বরগঞ্জ পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা-সচিব এমরান সালেহ প্রিন্স। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তি সংবলিত বই, নোটবুক, ক্রেস্ট এবং সেরা তিনটি প্রতিষ্ঠানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। আজকের এ কৃতিত্ব একমাত্র কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। তোমাদের মেধা, সততা ও দেশপ্রেমই ভবিষ্যতে জাতিকে গর্বিত করবে। শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং নৈতিক মানুষ গড়ে তোলার প্রধান হাতিয়ার।

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, তোমাদের এই সাফল্য শুধু তোমাদের একার না এটা তোমার পরিবার, শিক্ষক, সমাজ এবং এই দেশের গর্ব। আজকের এই সম্মাননা একটি সূচনা মাত্র। তোমাদের সামনে আরও বড় পথ পড়ে আছে। স্বপ্ন দেখো, বড় হও, কিন্তু কখনো মানুষের প্রতি দায়িত্ব ভুলে যেয়ো না।

তিনি আরও বলেন, আমরা চাই ঈশ্বরগঞ্জ থেকে একদিন ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক আর আদর্শ নেতৃত্ব বের হোক। যারা শুধু নিজের জন্য নয়, দেশের জন্য বাঁচবে। মাজেদ বাবু ফাউন্ডেশন সবসময় তোমাদের পাশে থাকবে, যেন তোমরা নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের জন্যও কিছু করতে পারো।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...

image

নওগাঁয় বিএনপির নেতার ব্যাগে গাঁজা, হাতে মোবাইল ডিবির অভিয...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...

image

রংপুরে সাবেক এমপি ও আ,লীগ নেতার বাড়িতে চাকরি প্রার্থীদের ...

রংপুর বুর‍্যো : 

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...

image

জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...

  • company_logo