
ছবিঃ সিএনআই
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশে হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের বসবাস। সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা সৃষ্টি কারীরা কখনও দেশের ভালো চায় না। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।
সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ এসব বলেন।
তিনি বলেন, ‘সরকারী নির্দেশনা মেনে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে। কোন দর্শনার্থীর সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, পূজায় কোন প্রকার আতশবাজি ব্যবহার করা যাবে না, প্রতি দুর্গা মন্দিরে একটি রেজিষ্টার থাকতে হবে। ডিজে পার্টি সম্পূর্ণ বন্ধ থাকবে।
ইউএনও মাসুম বিল্লাহ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ও পূজা সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য কোটালীপাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক ভাবে কাজ করবে।
তিনি আরো বলেন, পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। চলতি বছরে কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২১টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য সকল সচেতন নাগরিককে সচেতন হয়ে সরকারি নির্দেশনা না মানার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন। এছাড়া শান্তিপূর্ণ পূজা উদযাপনে প্রতিটি ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, উপজেলা পূজা উদযাপন নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় পূজা চলাকালীন, পূর্ববর্তী ও পরবর্তী করনীয়/বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, পূজা উদ্যাপন কমিটির করনীয়/বর্জনীয়, পূজা চলাকালীন নিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...
রংপুর বুর্যো :
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
৪
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...
মন্তব্য (০)