• সমগ্র বাংলা

রংপুরে কিশোরদের মারধর করে ছিনতাই, দুই যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় প্রকাশ্যে দুই কিশোরকে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শরিফ (২৩) ও তরুণ বাবু তন্ময় (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার দুজনই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

‎রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।পরদিন সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

‎ভুক্তভোগী তামিম সরকার জানান, সেদিন তিনি ও তার বন্ধু আবিদ সরকার (১৭) শাপলা চত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ৩–৪ জন অজ্ঞাত যুবক এসে তাদের পরিচয় জানতে চান। নিজেদের গাইবান্ধার পলাশবাড়ির বাসিন্দা পরিচয় দেওয়ার পর ওই যুবকেরা তাদের জোর করে সাইডে নিয়ে যেতে চান।

‎আমরা রাজি না হলে তারা গায়ে হাত তোলে।আমি প্রাণভয়ে দৌড় দিই। তখন আমাকে ছাতা দিয়ে আঘাত করে ধরে ফেলে মারধর করে।পরে আমার পকেটে থাকা দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। তামিমের কাছ থেকে তারা মোবাইল ফোন ও তিন হাজার টাকা নেয়,” বলেন আবিদ।

‎তামিম জানান, ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তিনি বাদী হয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে (দণ্ডবিধির ৩৯৪ ধারা অনুযায়ী) অভিযান শুরু করে।

‎শাপলা চত্বর এলাকায় ছিনতাইয়ের ঘটনা নতুন নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই এলাকায় কিছু বখাটে যুবক ঘোরাফেরা করে এবং সুযোগ বুঝে পথচারীদের ওপর চড়াও হয়। যদিও পুলিশ নিয়মিত টহল দেয়, তবুও এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ হচ্ছে না।

‎স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, “প্রকাশ্যে দিনের বেলা এভাবে কিশোরদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতায় ফেলেছে।পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়। তবে এ ধরনের অপরাধ বন্ধে আরও কড়া পদক্ষেপ দরকার।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শরিফ শাপলা কলেজ পাড়া রোডের বাসিন্দা আলম মিয়ার ছেলে এবং তন্ময় হাজিপাড়ার বাসিন্দা শ্রী রাজেন চন্দ্রের ছেলে।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎রংপুর নগরীতে ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার দিনের আলোয় কিশোরদের ওপর হামলা চালিয়ে ছিনতাই করার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের দ্রুত অভিযান ও গ্রেফতার স্থানীয়দের আশ্বস্ত করলেও তারা মনে করছেন, ছিনতাই প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা জরুরী বলে মনে করছেন স্থানীয়রা।

‎রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায়।প্রথমে শাপলা কলেজ পাড়া রোড থেকে শরিফকে গ্রেফতার করা হয়। পরে হাজিপাড়া এলাকা থেকে তরুণ বাবু তন্ময়কে গ্রেফতার করা হয়।”

‎কোতয়ালী থানার ওসি বলেন, “মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের চিহ্নিত করে শিগগিরই গ্রেফতার করা হবে।”

‎তিনি আরও বলেন,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...

image

নওগাঁয় বিএনপির নেতার ব্যাগে গাঁজা, হাতে মোবাইল ডিবির অভিয...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...

image

রংপুরে সাবেক এমপি ও আ,লীগ নেতার বাড়িতে চাকরি প্রার্থীদের ...

রংপুর বুর‍্যো : 

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...

image

জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...

  • company_logo