• সমগ্র বাংলা

কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে মানিক রোজারিও (৩৫) নামের এক যুবকের রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। হঠাৎ করে মানিক রোজারিওর নিখোঁজ হওয়ায় তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় নিখোঁজ মানিকের স্ত্রী লিমা রোজারিও রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৯) করেছেন।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিখোঁজ মানিক রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।

নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, “আমার স্বামী মানিক রোজারিও হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা পরিবার খুবই ভেঙে পড়েছি। শনিবার বিকেলে তিনি বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কয়েকবার ফোন করলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি। কেউ বলেছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, আবার কেউ বলেছে তিনি নৌকায় ছিলেনই না। পরে তার মোবাইল ফোন অন্য কারও ব্যাগ থেকে পাওয়া গেছে—এ বিষয়টি আমাদের আরও আতঙ্কিত করেছে।

আমরা জানি না, ঠিক কীভাবে বা কোথায় তিনি নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আমার স্বামী সুস্থভাবে ঘরে ফিরে আসুক—এই প্রত্যাশায় আছি। আমরা পুলিশের কাছে সাহায্য চাইছি এবং দ্রুত তাকে উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।”

নিখোঁজের ঘটনার পর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ ইরিন জে রোজারিও নামের একটি আইডি থেকে বলা হয়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বন্ধু ও পরিচিতদের সঙ্গে মানিক নৌকা ভ্রমণে বের হন। বিকাল ৩টার দিকে বাড়ি থেকে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। পরপর একাধিকবার কল দিলে একই ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা জনৈক বাতেন ফোন রিসিভ করেন। তিনি জানান, মানিক নৌকায় ঘুমাচ্ছে। তবে একই ব্যক্তি কিছু সময় পর আবার জানান, তিনি নৌকায় ছিলেন না।

পরবর্তীতে রাত ১০টার দিকে মানিকের নম্বরে কল করলে জনৈক দুলালের স্ত্রী ফোন রিসিভ করেন। তিনি জানান, তার স্বামী (দুলাল) বাড়িতে ফিরেছেন এবং তার ব্যাগে মানিকের মোবাইল ফোন পাওয়া গেছে। তবে প্রায় ৪০ জন যাত্রী থাকা সত্ত্বেও কেউই মানিকের অবস্থান বা নিখোঁজ হওয়ার বিষয়ে সঠিক তথ্য দিতে পারছেন না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। মোবাইল ফোন কার কাছে পাওয়া গেছে এবং শেষবার তাকে কারা দেখেছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।"

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...

image

নওগাঁয় বিএনপির নেতার ব্যাগে গাঁজা, হাতে মোবাইল ডিবির অভিয...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...

image

রংপুরে সাবেক এমপি ও আ,লীগ নেতার বাড়িতে চাকরি প্রার্থীদের ...

রংপুর বুর‍্যো : 

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...

image

জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...

  • company_logo