
ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবক হলেন আরকান চৌধুরী (২৫)। তিনি সাতকানিয়ার ৪নং কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাঞ্চনা মনুফকিরহাট এলাকার জাফর চৌধুরী বাড়ির বাসিন্দা। তার পিতা মোঃ জাকির হোসেন ও মাতা মনোয়ারা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা থেকে প্রায় ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে (১৩ সেপ্টেম্বর) আরকান চৌধুরীকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাতকানিয়া থানার এক কর্মকর্তা জানান, “গ্রামীণ ব্যাংকের টাকার ছিনতাই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...
রংপুর বুর্যো :
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
৪
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...
মন্তব্য (০)