• সমগ্র বাংলা

নওগাঁয় পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পুলিশের একের পর এক বিশেষ অভিযানে আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদক। আটক হচ্ছে মাদককারবারের সঙ্গে জড়িত অনেকে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। শুধু মাদকই নয় অপরাধমূলক সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে এবং যে কোন অপরাধীর জন্য জেলা পুলিশ বর্তমানে এক আতঙ্ক হিসেবে কাজ করছে। এতে করে জেলাবাসীর মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে।

গতকাল মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ ভ্যান যোগে কুড়িগ্রাম থেকে গাঁজার বড় একটি চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল জেলার ঢাকা রোড নামক স্থানে অবস্থান নেয়। ডিবির অপর একটি টিম সদর থানাধীন কীর্ত্তিপুর বাজারে অবস্থান নেয় এবং আরেকটি টিম রাণীনগর এলাকায় অবস্থান নেয়। যাতে গাঁজাবাহী পিকআপটি পালিয়ে যেতে না পারে।

এদিন সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে সন্দেহকৃত পিকআপ ভ্যানটিকে থামিয়ে উপস্থিত লোকজনের সামনে পিকআপে তল্লাসী চালিয়ে মোট ৮পোটলা গাঁজা যার ওজন ৪২ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ পিকআপ চালক আঃ সালাম ওরফে শামিমকে আটক করা হয় সঙ্গে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। আটককৃত সালাম ওরফে শামিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এগারো মাথা জয়মংগল গ্রামের সাহেব আলীর ছেলে। আটক সালামকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান সদর মডেল থানার ওসি নিয়ামুল হক।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান মাদকদ্রব্য চোরাকারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হচ্ছে। একই সাথে মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে। শুধু মাদক নয়ই যে কোন অপরাধমূলক কর্মকান্ড এবং অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেই এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য (০)





image

দেশের পূর্বাঞ্চলের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল এবং সেন্টমার...

কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদ...

image

রাণীনগরের পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রমের মাছ রক্ষার্থে সিস...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের একমাত্র পর্যটন এলাকা পাখি ...

image

পাবনায় দুটি আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্র...

পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্...

image

মাগুরায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমে পার্...

মাগুরা প্রতিনিধি : আসন্ন গণভোট ২০২৬-এ জনগণের সক্রিয় অংশগ্রহণ...

image

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে লড়ছেন ১৭ প্রার্থী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ৩ প্রার্...

  • company_logo