• সমগ্র বাংলা

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে লড়ছেন ১৭ প্রার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে প্রার্থী সংখ্যা এখন ১৭ জন। এর বাইরে কক্সবাজার ৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র হাইকোর্টে বহাল করেছে বলে প্রার্থী দাবি করলেও মঙ্গলবার, ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোন আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে জানা গেছে।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,  ২০ জানুয়ারি  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লেবারেল ডেমোক্রিটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।

কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৩ জনের বৈধ ও ২ জনের বাতিল হয়। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এ বৈধ ৪ জনের মধ্যে একজন প্রত্যাহার করেন।

ওই আসনের ৩ প্রার্থী হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের বৈধ ও ২ জনের বাতিল হয়। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এ বৈধ ৬ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

ওই আসনের ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রিয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৫ জনের বৈধ ও ১ জনের বাতিল হয়। তবে কেউ আসনটি থেকে প্রত্যাহার করেননি।

এ ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া ও আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার।

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে ৫ জনের বৈধ ও ২ জনের বাতিল হয়। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

ওই আসনের ৪ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক ও জাতীয়তাবাদি গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার-৩ স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

ঘোষিত তফসিল মতে, প্রতীক বরাদ্দের হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য (০)





image

পাবনায় দুটি আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্র...

পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্...

image

মাগুরায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমে পার্...

মাগুরা প্রতিনিধি : আসন্ন গণভোট ২০২৬-এ জনগণের সক্রিয় অংশগ্রহণ...

image

পাবনার ফরিদপুর পৌরসভায় আধুনিক যাত্রী ছাউনি ও শিশু পার্কের...

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যা...

image

নড়াইলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেতার কামনায় দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপ...

image

টেকনাফ সীমান্তে ১০ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সীমান্তবর্তী  টেকনাফ উপজ...

  • company_logo