• সমগ্র বাংলা

ময়মনসিংহে ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের সেনবাড়ি এলাকায় দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’ ও দোয়া মাহফিল। গত শুক্রবার ৯ জানুয়ারি শুরু হয়ে শনিবার ১০ জানুয়ারি দিন-রাতব্যাপী এ টুর্নামেন্ট ও ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত,

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিএনপির ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেন এবং প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় অংশ নেন। 

টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে ব্যাটিং ও বল করার মাধ্যমে উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন ক্রীড়ানুরাগী ও যুবসমাজের অনুপ্রেরণা। তাঁর স্মরণে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন আমাদের ঐতিহ্য ও গণতন্ত্রের চেতনাকে বাঁচিয়ে রাখার প্রতীক। বিএনপি সবসময় খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির পক্ষে।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের আয়োজন সেই ঐক্যেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এই আয়োজনটি দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর মনি’র সার্বিক সহযোগিতায় এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কারানির্যাতিত ছাত্রনেতা রায়হান রহমান মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার জাহান জিমি

যুবনেতা মেহেদী হাসান মাহিন, ইমতিয়াজ আমিন, সাদ্দাম হাসান বিপ্লব, আহাদ ইসলাম, রাব্বি হাসান, ফজলে রাব্বি, সোহাগ, মো. তানভীর হোসাইন, গোলাম হাসনাত রবিন, মমিনুল ইসলাম হাদিস, মো. রমজান, মো. শাকিল, উদয় আহমেদ, মো. রাকিব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ ছাত্রদল নেতা রাজন আহমেদ, তালহা শরিফ শিশিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা মুস্তাকিম।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মন্তব্য (০)





image

মাগুরায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক কর্মসূচি

মাগুরা প্রতিনিধিঃ অগ্রসর সমাজ গঠনের প্রত্যয়ে সুবিধাবঞ্চিত মা...

image

গোপালপুরে পানির ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বগুড়ায় উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়ায় বীট মডেল স্কুলের স...

বগুড়া প্রতিনিধি : ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২...

image

জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিক...

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ ...

image

সীমান্তে আরাকান আর্মি ও রোহিঙ্গার মধ্যে গুলাগুলি, টেকনাফে...

কক্সবাজার প্রতিনিধি : ​মিয়ানমারের রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ নে...

  • company_logo