• সমগ্র বাংলা

মেধার আলোয় উজ্জ্বল কালীগঞ্জ: ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পে কৃতি শিক্ষার্থীদের স্বপ্নযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন কৃতি শিক্ষার্থী ও তিনটি প্রতিষ্ঠানকে প্রায় ৯ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের জন্য শুধু আর্থিক সহায়তা নয়-বরং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক দৃঢ় অনুপ্রেরণা।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনন্দিত জাদু শিল্পী বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধা আর পরিশ্রম একসঙ্গে থাকলে সাফল্য আসবেই। আজকের এই সম্মান তোমাদের আগামীর পথচলায় সাহস জোগাবে।”

ওয়াদুদ ভূঁইয়া ট্রাস্টের ফাউন্ডার ও কালীগঞ্জের কৃতি সন্তান ডা. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। তিনি নিজ হাতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দিয়ে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কালীগঞ্জের মেধাবীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দীন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপাশা আইচ, লতিফা ভূঁইয়া, ডব্লিউবিএসটি ট্রাস্টি নবীউল ইসলাম খান লিমন, মাশহুদুর রহমান সাজেদসহ ট্রাস্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর ধরে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প কালীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ৫০ জন কৃতি শিক্ষার্থী এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে মোট ৯ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য (০)





  • company_logo