রংপুর ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।তিনি বলেন,রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ বার্তা-আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তবে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তের কথাও উল্লেখ করেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণ মানেই যেকোনো অবস্থায় অংশগ্রহণ নয়। আমরা চাই একটি লেভেল প্লেয়িং ফিল্ড।সব রাজনৈতিক দল যেন স্বাচ্ছন্দ্যে নির্বাচনে অংশ নিতে পারে, নির্বাচন কমিশনের আচরণবিধি যেন সব প্রার্থীর জন্য সমানভাবে বাস্তবায়ন হয়-এই নিশ্চয়তা থাকতে হবে। এসব শর্ত পূরণ হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে।
মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন,একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জাতীয় পার্টি বরাবরের মতো ভালো ফলাফল করবে। জনগণের সমর্থনই আমাদের শক্তি।
জাতীয় পার্টির জনসমর্থন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে তিনি বলেন,“অনেকে বলছেন জাতীয় পার্টির দুর্গে নাকি অনেকে হানা দিয়েছে। এসব কথা তখনই প্রমাণ হবে, যখন জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে।নির্বাচনই হলো আসল পরীক্ষা। জনগণের মতামতের সঠিক প্রতিফলন আমরা দেখতে চাই।
৩০০ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মোস্তফা বলেন, “আমরা ৩০০ আসনেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো সব আসনে ভাইটাল প্রার্থী চূড়ান্ত হয়নি। শুধু প্রার্থী হলেই হবে না-প্রার্থীকে নির্বাচনে লড়াই করার মতো দক্ষতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকতে হবে। সব দিক যাচাই-বাছাই করেই মনোনয়ন দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এখন অনেকেই মনোনয়ন ফরম কিনছেন। কিন্তু চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে, তখন যারা বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন বা সম্মানজনক অবস্থানে যেতে পারেন-শুধু তাদেরই মনোনয়ন দেওয়া হবে। সেটা ৩০০ আসন হতে পারে, ২৫০ হতে পারে বা ২০০ হতে পারে-সংখ্যা এখনই বলার সময় আসেনি।”
রংপুর বিভাগে জাতীয় পার্টির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে মোস্তফা বলেন, “বিশেষ করে রংপুর ডিভিশনে যদি আমরা সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে।
বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। তিনি বলেন, “নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করতে পারছে না, বিচার বিভাগও চাপের মধ্যে রয়েছে। এখন মব কালচারের একটি প্রবণতা দেখা যাচ্ছে। জেলা প্রশাসকদের পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। সব মিলিয়ে দেশে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন,স্বাধীনতার পর বহু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।এই অবস্থা থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে গেলে অন্তত আরও ২০ বছর সময় লাগবে বলে আমি মনে করি।মনোনয়ন ফরম সংগ্রহের সময় জাতীয় পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)