• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা- ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

চাটমোহর পৌর সদরের পাঠানপাড়ায়  পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মুত্তালিব প্রামানিকের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, বিএনপি নেতা মহব্বত মেম্বার, ইয়াসিন মেম্বার, ডাক্তার সাইফুল ইসলাম, ডাক্তার জিল্লুর রহমান, আফজাল মেম্বার, শহিদুল ইসলাম, ইয়াহিয়া খান, রবিউল করিম, কাজী খোকন, আরিফুল ইসলাম, হেলাল হোসেন, সৈয়দ ছানু, জহুরুল ইসলাম মিকরাইল, গৌড় কুন্ডু, দুলাল সরকার, ফজলুল হক মুকুল প্রমুখ। 

এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামকে জয় যুক্ত করতে একসাথে কাজ করার আহ্বান জানান। 

কে এম আনোরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি জনগণের প্রত্যক্ষ ভোটে দুইবার এমপি এবং দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এখন জনগণ চাইছে আমি নির্বাচনে অংশ নেই। জনগনের দাবীর প্রেক্ষিতে আমি প্রার্থিতা ঘোষণা করেছি। আমার ৬০ বছরের রাজনৈতিক জীবনে সাধারণ জনগণ আমাকে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তারা বহিরাগত কোন প্রার্থী চায় না। নির্বাচনী এবং ভোট দেবার অনুকূল পরিবেশ থাকলে আমার জয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমার শেষ নি:শ্বাস পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো।

চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা পৌর এবং ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় মনোনয়ন দেয়ায় স্থানীয় প্রার্থীর দাবিতে ফুঁসে ওঠে তিন থানার সাধারণ মানুষ। স্থানীয় প্রার্থীর দাবিতে ইতোপূর্বে কেএম আনোয়ারুল ইসলাম এবং হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী হি...

image

লালমনিরহাটের নারীদের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: স্বাস্থ্যসেবা নারীর অধিকার,অস্বীকার নয...

image

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা ...

image

হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা সম্পর্কে যা জানাল পুলিশ

নিউজ ডেস্কঃ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এ...

image

ফেরি থেকে পড়েছে ধলেশ্বরীতে ট্রাকসহ ৫ যান, নিখোঁজ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময়...

  • company_logo