• সমগ্র বাংলা

জামালপুরে বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাযা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহরের শেখের ভিটা মসজিদ প্রসঙ্গে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। 

অপরদিকে মাদারগঞ্জের বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে গায়েবানা জানাযা হয়। 

দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। 

জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছাত্র-জনতার উদ্যোগে এই গায়েবানা জানাযা নামাজের আয়োজন করা হয়। জানাযা শেষে প্রয়াত শরিফ ওসমান বিন হাদির আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়। 

এ সময় বক্তারা বলেন, ওসমান হাদির মতো একজন তরুণ মুখপাত্রকে গুলি করে হত্যা করা একটি ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে দেশের আর কোনো যুবক যেন হাদির মতো হত্যার শিকার না হয় এবং কোনো বিপ্লবীকে যেন জীবন দিতে না হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যথায়,ছাত্র-জনতা রাজপথে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

​উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য (০)





  • company_logo