ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।’
ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বতী সরকারের প্রেস সচিব লেখেন, ‘গত রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভেতরে আটকে পড়া সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার সাহায্যের জন্য ফোন পেয়েছি। তাদের অসহায় কণ্ঠ আজও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সাহায্য জোগাড়ের সর্বোচ্চ চেষ্টা করেছি—সংশ্লিষ্ট সবাইকে ফোন করেছি, সহায়তা পৌঁছাতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সময়মতো সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, যখন তিনি নিশ্চিত হন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তখন তিনি ঘুমাতে যান। তবে ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।
এই ঘটনায় ‘লজ্জিত হয়েছেন’ জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমি জানি না কোন ভাষায় এই ক্ষতির সান্ত্বনা দেওয়া যায়। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলতে পারি—আমি লজ্জিত। মনে হচ্ছে, যদি পারতাম, লজ্জায় নিজেকে মাটির নিচে চাপা দিতাম।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে একদল জনতা প্রথমে দৈনিক প্রথম আলো, এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে সংবাদপত্র দুটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন। এ খবরে সেখানে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর।
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে যথাযোগ্...
ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৭ বছর পর মিথ্যা মামলায় খালাস ...
জামালপুর প্রতিনিধি : সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ...

মন্তব্য (০)