মানিকগঞ্জ প্রতিনিধি : মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা বলেছেন, বিগত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি।
তাই আগামীর নির্বাচনে প্রতিটি মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য উৎসুক হয়ে আছে। আমি নির্বাচিত হয়ে আসলে, রাস্তা, ঘাটসহ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবো এবং চিকিৎসা সেবার উন্নত করবো, যাতে মানুষ তৃণমূলে স্বাস্থ্য সেবা পায়।
সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন আফরোজা খানম রিতা।
তিনি আরও বলেন, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল মূলত তৈরি করা হয়েছে মানুষকে সেবা দেবার জন্য। তারই পরিপ্রেক্ষিতে প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্প গুলো আগে থেকেই চলছে। আমাদের এ ক্যাম্পটা সব সময় মানুষকে সেবা দেবার জন্য চলতে থাকবে। মানুষের দোর গোড়ায় আমরা সেবাটা পৌছে দিচ্ছি। ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি আমরা ঔষধ ও দিয়ে দিচ্ছি।
মেডিকেল ক্যাম্পে বুধবার সকালের শুরু থেকেই স্বাস্থ্যসেবা নিতে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করতে থাকে। এ উদ্যোগে শিশু, নারী, বয়স্কসহ চার হাজার মানুষ বিনামূল্যে সেবা নেন। রোগ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা থেকে শুরু করে সাধারণ চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
স্বাস্থ্যসেবা দেবার ক্যাম্পটি মোট ১০টি বিভাগে পরিচালিত হয়, মেডিসিন, সার্জারি, গাইনী ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক কান গলা (ইএনটি), ডেন্টাল, চর্ম ও যৌন রোগ (স্কিন অ্যান্ড ভিডি), চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগ। প্রতিটি বিভাগে ২ জন করে কনসালট্যান্ট চিকিৎসক সেবা দেন, যাদের সহায়তায় কাজ করেন দুই থেকে তিনজন করে সেবিকা।
এছাড়া হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন ও মার্কেটিং বিভাগের অর্ধশতাধিক কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) এ্যাড. এ এফ এম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আ: কুদ্দুস খান মজলিশ মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমানসহ মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আফরোজ খানম রিতা মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান এর বাড়ি বালিয়াটির বাহ্রা গ্রামে উঠান বৈঠক ও ভাটারা বাজার ও বালিয়াটি বাজারে রাজনৈতিক সমাবেশে যোগদান করেন।
মন্তব্য (০)