• সমগ্র বাংলা

নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে নড়াইল মুক্ত দিবস।দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে  জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত সংলগ্ন চিত্রানদীর পাড়ে অবস্থিত বধ্যভূমিতে পূস্পস্তবক অর্পণ, ১০টায় পানি উন্নয়ন বোর্ড অফিস চত্ত¡রের গণকবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠান,পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান।আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস.এ মতিন, বীরমুক্তিযোদ্ধা মো: তবিবর রহমান প্রমূখ।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মো: আজিবার রহমান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, এসএম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, ৮ ডিসেম্বর লোহাগড়া থানা ও ৯ ডিসেম্বর কালিয়া থানা পাকা হানাদার মুক্ত হওয়ার পর ৯ ডিসেম্বর বিজয়ের তীব্র আকাংখা নিয়ে মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে অবস্থানরত ৪০ জন পাক মিলিটারিকে আত্মসমর্পনের নির্দেশ দিলে তারা আত্মসমর্পনে অস্বীকৃতি জানায়। এসময় মুক্তি বাহিনীর সদস্যরা চর্তুদিক থেকে গোলাবর্ষণ শুরু করলে পাক মিলিটারিরা আত্মসমর্পন করতে বাধ্য হয়।  এখানে একজন পাক মিলিটারি নিহত হয় এবং অন্যদের জেল হাজতে পাঠানো হয়। শীতের রাতে  প্রবল শীতকে উপেক্ষা করে মুক্তিযোদ্ধারা সারা রাত শহরে বিজয় উল্লাস করতে থাকেন এবং ১০ ডিসেম্বর  দুপুর একটা ১৫ মিনিটে নড়াইলকে পাক হানাদার মুক্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা-দীপালি মেধাবৃত্তি প্রদানানুষ্...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কা...

image

লালমনিরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি::সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপব্যবহার,ঝ...

image

সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য প্র...

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদ...

image

বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রী ...

image

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র ক...

  • company_logo