• সমগ্র বাংলা

রাণীনগরে অভিভাবক সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাণীনগর বায়তুল হিকমাহ্ একাডেমী প্রাঙ্গনে একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের সার্বিক ব্যবস্থাপনায় ও একাডেমীর সভাপতি খন্দকার ডা: আনজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মো: শরীফ উদ্দীন মাযহারী, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, একাডেমীর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ। এসময় প্রধান অতিথি মাত্র এক বছরে একাডেমীর সাফল্যের কথা তুলে ধরে আগামীতেও সফলতার এই ধারাবাহিকতা ধরে রাখতে একাডেমীর সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঐচ্ছিক ফান্ড থেকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণের সময় দুইতলা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আলী হোসেনের স্ত্রীর হাতে আর্থিক সহযোগিতা হিসেবে ১০হাজার টাকার চেক তুলে দেন।

মন্তব্য (০)





  • company_logo