ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল হাসান নাওসাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য দেন,'হামলার শিকার রাশেদুল হাসানের ছেলে তানভীর আল হাসান, স্ত্রী চামেলী আক্তার, ভাই এরশাদ হোসেন, জাহিদ হাসান জুয়েল, বোন নাদিয়া ইসলামসহ আরও অনেকে।
বক্তারা জানান, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে শহরের বুড়ির দোকান মোড় এলাকায় একদল সন্ত্রাসী রাশেদুল হাসানের ওপর আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাশেদুল হাসানের ছেলে তানভীর আল হাসান বাদী হয়ে গত (৩০ নভেম্বর) ৮ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন।
তানভীর আল হাসান বলেন,'হত্যার উদ্দেশ্যে আমার বাবার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। এখনো তিনি মৃত্যুশয্যায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মারামারির ঘটনা শুনেছি। আদালতের কোনো চিঠি এখনো পায়নি।আদালতের নির্দেশনা পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক...
ঝিনাইদহ প্রতিনিধি : প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি...
দিনাজপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সারাদেশের ন্যায় পরিবার প...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল রক্তদহ বিলে অনুষ্ঠিত...

মন্তব্য (০)