ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ১০ম গ্রেড (২য় শ্রেণি) পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে অর্ধদিনব্যাপী কর্মবিরতি পালন করছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মবিরতির ফলে হাসপাতালের প্যাথলজি বিভাগসহ সরকারি বিনামূল্যে ওষুধ সরবরাহ সেবা বন্ধ রয়েছে, যার কারণে ফরিদপুর অঞ্চলের সাধারণ রোগী ও সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অভিযোগ, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল তাদেরকেই ১০ম গ্রেড ( ২য় শ্রেণি) পদমর্যাদা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তারা উল্লেখ করেন যে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ডিপ্লোমা নার্সরা ২০১১ সাল এবং অনুরূপভাবে ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালেই এই পদমর্যাদায় উন্নীত হয়েছেন। অথচ সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অতীব পরিতাপের বিষয় যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবীটি আজও বাস্তবায়িত হয়নি। দীর্ঘকাল ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকার কারণেই তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করা হয়েছিল। তবে তাতে কোনো ফল না আসায় আজ অর্ধদিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখব এবং পরে আরো জোরদার কর্মসূচি দিব।" এর ধারাবাহিকতায় আগামীকাল ৪ ডিসেম্বর সারাদিনব্যাপী পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
কর্মবিরতির ফলে সাধারণ সেবা গুরুইতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি প্যাথলজি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বন্ধ থাকায় বিশেষ করে ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোর রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সারাদেশের ন্যায় পরিবার প...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল রক্তদহ বিলে অনুষ্ঠিত...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে “প্রতিবন্ধ...
নওগাঁ প্রতিনিধি: নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় দ...
পবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় করিমপুর দর...

মন্তব্য (০)