ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা কারাগারে এক হাজতি নিহতের ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা।
হত্যা মামলার একমাত্র আসামী হলেন- মোঃ রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের সন্তান।
নিহত হাজতির নাম মোঃ পাগলা হযরত(২৫)। তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মোঃ ইমান হোসেন-এর সন্তান। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২ (২)-২৫ এর আসামী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
মামলায় উল্লেখ করা হয়- বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সাথে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মোঃ পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন পাগলা হযরত।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ...
চট্টগ্রাম প্রতিনিধি : ২য় বারের মত চন্দনাইশের ও সি জেলার...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ই...
বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামন...

মন্তব্য (০)