• সমগ্র বাংলা

জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে চার ঘণ্টার জন্য কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে তিনি বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় পৌঁছে বড় ভাই ছানোয়ার হোসেন সানু সওদাগরের জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিকেল ৭টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এর আগে গতকাল বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেয়রের ভাই ছানোয়ার হোসেন সানু সওদাগর (৬০)।

মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মত বড় ভাইয়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে। আবেদন অনুমোদিত হলে কঠোর নিরাপত্তায় সাবেক মেয়রকে জানাজা মাঠে নিয়ে আসে পুলিশ।

গত ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রিপন হত্যা ও নাশকতার মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন,  সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে প্যারোলে মুক্তি দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo