• সমগ্র বাংলা

দোহারে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকার দোহারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা মহিলা দলের আয়োজনের এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা। আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রুবিনা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মিনু আক্তার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, মহিলা দল নেত্রী স্বর্ণা আক্তার, ঈশিতা আক্তার, শিলা, মিতু, ফারজানা, সাবিনা, উর্মি, কাজল সহ দোহার উপজেলা মহিলা দলের নেতাকর্মীগণ।
এ সময় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা তার বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য (০)





  • company_logo