ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত তরুণ ও তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়নে এক অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো চাকরি মেলা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন তরুণ-তরুণী পেয়েছেন চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ।
ইএসডিও কর্তৃক আয়োজিত কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ অর্থায়নে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রাথমিক ও কোন শিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড সহকারী পরিচালক আবুল হোসেন, ইএসডিও’র গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগ বেকার তরুণ-তরুণীকে আর্থিক স্বনির্ভরতা ও সমাজে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন আয়োজকরা।
অংশগ্রহণকারীরা জানান, এই মেলার মাধ্যমে তারা তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পেয়েছেন।
আয়োজন সূত্রে জানা গেছে, মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তারা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সূত্র আরো জানায়, মেলার মাধ্যমে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১১টি প্রতিষ্ঠানে ৬০ জন তরুণ-তরুণীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি, উন্নয়ন সংস্থা কারিতাস ও ডাচ্-বাংলা ব্যাংক উদ্যোক্তা হতে আগ্রহী নারীদের ২০-৫০ হাজার টাকার ঋণসহ নানা সহায়তা প্রদানের ঘোষণা দেয়।
লালমনিরহাট প্রতিনিধি : নার্সিং ও মিডয়াইফারী অধিদপ্তরকে ভিন্...
দিনাজপুর প্রতিনিধি : সতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরক...
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পৌরসভা এলাকার ঝাড়ুদ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

মন্তব্য (০)