• সমগ্র বাংলা

ঝরে পড়া কিশোরীদের দক্ষতায় নতুন দিগন্ত গাজীপুরে ইএসডিও-ইউনিসেফের কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : স্কুল থেকে ঝরে পড়া কিশোরী ও তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে গাজীপুরে অনুষ্ঠিত হলো ইএসডিও-ইউনিসেফের পরামর্শমূলক কর্মশালা। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “দক্ষতার মাধ্যমে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করা এখন সময়ের দাবি। ইএসডিও-ইউনিসেফের উদ্যোগটি সেই প্রয়াসকে শক্তিশালী করছে।”

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাসেম বিল্যাহ, তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইএসডিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজীউল ইসলাম এব সেন্ট্রাল মনিটর অফিসার শাহাদাত হোসেন।

ইএসডিওর এএসএম রাজীউল ইসলাম জানান, ইউনিসেফের সহযোগিতায় গাজীপুরে তিন মডেলে ঝরে পড়া কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে-অনানুষ্ঠানিক শিক্ষানবিশ, উদ্যোক্তা উন্নয়ন ও সেন্টার-বেইজ কারিগরি প্রশিক্ষণ। ইতোমধ্যে জেলায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে অনেকে চাকরি বা ব্যবসায় যুক্ত হয়েছেন। 

পরামর্শ সভায় উপকারভোগী কিশোরী, তাদের অভিভাবক, এনজিও প্রতিনিধি, স্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠান এবং সমাজসেবীরা অংশ নেন।

মন্তব্য (০)





  • company_logo