• সমগ্র বাংলা

লালমনিরহাট যুবদলের উদ্যোগে ভাসমান সাঁকো নির্মাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিরাচরিত জনদুর্ভোগ লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সাঁকো নির্মাণ করেছে।

‎​শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় তিস্তার শাখা সতী নদীর উপর নির্মিত ভাসমান সাঁকোটির  উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎​উদ্বোধন শেষে রাজপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ​রাজপুর ইউনিয়নের এই সতী নদীটি দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার মানুষকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। যাতায়াতের সীমাহীন দুর্ভোগ এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছিল। দুই পাড়ের মানুষের এই সমস্যা সমাধানে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীগণ নিজ উদ্যোগে এই ভাসমান সাঁকোটি নির্মাণ করে দিয়েছেন।

‎​তিনি আরো বলেন, এই ৮০ মিটার দীর্ঘ ভাসমান সাঁকো নির্মাণের ফলে এখন এলাকাবাসীকে আর ৮/১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে স্থানীয় বাজারে যেতে হবে না। এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে।

 এই ভাসমান সাঁকোটির নকশা অত্যন্ত আধুনিক এবং পরিবেশ-উপযোগী। এটি সাধারণ সাঁকোর মতো নয় ।জলস্তরের ওঠানামায় এর ক্ষতিগ্রস্ত হবে না। বর্ষাকালে নদীর পানি বাড়লেও সাঁকোটি পানির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উপরে ভেসে উঠবে, ফলে এটি  ডুববে না। এর ফলে ওই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত বছরজুড়ে, বিশেষত বর্ষার দুর্যোগপূর্ণ সময়েও থাকবে নিরাপদ।

‎তিনি আরও বলেন, এই সাঁকো শুধু একটি কাঠামোগত সমাধান নয়, এটি দুই পাড়ের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও যোগাযোগের এক মজবুত সেতুবন্ধন তৈরি করলো।

‎​এর আগে জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ তাঁর বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের তথা বিএনপি'র প্রধান অঙ্গীকার। জনগণের দুর্ভোগ লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস যদি এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পারে, 

তবেই আমাদের শ্রম সার্থক। ​তিনি এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

‎​এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপি'র সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী প্রমুখ।

মন্তব্য (০)





image

কাপাসিয়ায় জনতার বন্ধু ফাউন্ডেশনের দিনব্যাপী মিলন মেলা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত চন্দনাইশের ওসি

চট্টগ্রাম প্রতিনিধি : ২য় বারের মত চন্দনাইশের ও সি জেলার...

image

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত কর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ...

image

বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তি'র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামন...

image

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন...

ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্ত...

  • company_logo