• সমগ্র বাংলা

কাপাসিয়ায় জনতার বন্ধু ফাউন্ডেশনের দিনব্যাপী মিলন মেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলনমেলা। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা মিলিত হন এই অনন্য আয়োজনে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। মিলনমেলাটি ধীরে ধীরে পরিণত হয় স্বেচ্ছাসেবী কর্মীদের প্রাণবন্ত এক মিলনোৎসবে।

অনুষ্ঠানে আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি জনতার বন্ধু ফাউন্ডেশনের কার্যক্রমে অবদান রাখা ১০০ জনের বেশি কমিটি সদস্য, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীকেও সম্মাননা প্রদান করা হয়।

মিলনমেলার বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদুল হক বুলবুল, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম হোসেন এবং আয়েশা হাসপাতালের ম্যানেজার এখলাছ উদ্দিন।

এছাড়া সংগঠনের সহ-সভাপতি পারভেজ মোশাররফ, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার, সমাজকল্যাণ সম্পাদক জহির, ক্যাশিয়ার রিজবী, সহকারী ক্যাশিয়ার নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই মিলনমেলা জনতার বন্ধু ফাউন্ডেশনের ছয় বছরের পথচলাকে আরও স্মরণীয় করে তোলে-স্বেচ্ছাসেবার অঙ্গীকারকে নতুন করে দৃঢ় করার এক মহামিলন হয়ে।

মন্তব্য (০)





image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত চন্দনাইশের ওসি

চট্টগ্রাম প্রতিনিধি : ২য় বারের মত চন্দনাইশের ও সি জেলার...

image

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত কর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ...

image

লালমনিরহাট যুবদলের উদ্যোগে ভাসমান সাঁকো নির্মাণ

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ই...

image

বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তি'র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামন...

image

ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন...

ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্ত...

  • company_logo