• খেলাধুলা

৩৬৭ রানের বড় লিডে দিন শেষ করল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রান করার পর আয়ারল্যান্ড ২৬৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ২১১ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা সেই লিড আরও বাড়াল। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যক্তিগত ফিফটির সুবাদে এখন পর্যন্ত টাইগাররা ৩৬৭ রানের বিশাল লিডে আছে।

শুক্রবার (২১ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের সকালে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড ৮৮.৩ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬ রান করেছে এবং দিন শেষ করেছে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটি ১১৯ রানের জুটি গড়েছে। মাহমুদুল হাসান জয় ৯১ বলে ৬টি চার মেরে ৬০ রান করে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর সাদমান ইসলাম ১১০ বলে ৫টি চারের সাহায্যে ৬৯ রানে অপরাজিত থাকেন। মুমিনুল হক ২১ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে অপরাজিত আছেন।

এর আগে আয়ারল্যান্ডের হয়ে উইকেটরক্ষক ব্যাটার লোরকান টাকার ১৭১ বলে ৭টি চারের সাহায্যে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া জর্ডান নিল ৪৯ রান ও স্টিফেন ডোহানি ৪৬ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম সর্বোচ্চ ৪টি উইকেট নেন, এবং খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট শিকার করেন।

 

মন্তব্য (০)





  • company_logo