ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা কী তাতিয়ে দিয়েছিল পর্তুগালকে? নাকি পর্তুগিজদের তারুণ্যনির্ভর আক্রমণভাগ বেশি কার্যকর? রোনালদোহীন পর্তুগাল ৯-১ গোলে আর্মেনিয়াকে বিধ্বস্ত করার পর এই প্রশ্ন জোরেশোরে উঠতে শুরু করেছে। বড় এ জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে পর্তুগালের, যা রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে কনুই মেরে লালকার্ড দেখায় আর্মেনিয়ার বিপক্ষে নিষিদ্ধ ছিলেন রোনালদো। তাঁর এই নিষেধাজ্ঞার মধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল। কনুই দিয়ে আঘাত, লাথি কিংবা ঘুসি মারা ফিফার আইন অনুযায়ী হিংসাত্মক কার্যকলাপ। এর ন্যূনতম সাজা তিন ম্যাচ নিষেধাজ্ঞা। যার মানে হলো, বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ মিস করার শঙ্কায় রয়েছেন পাঁচটি ব্যালন ডি’অরজয়ী এ তারকা।
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আগামী বছর জুনের বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৪১। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, একটি মেজর ট্রফি জিতে ফুটবল ছাড়তে চান তিনি। সেটার মোক্ষম মঞ্চ হচ্ছে বিশ্বকাপ। কিন্তু কিছু দিন ধরেই গুঞ্জন, বুড়িয়ে যাওয়া রোনালদো আগের মতো ধারালো নন, গতি কমে গেছে। তাঁর জন্য পর্তুগালের আক্রমণভাগ মাঝেমধ্যে মন্থর হয়ে যাওয়ার অভিযোগও শোনা যায়।
রোববার রাতে তাঁর অনুপস্থিতিতে তরুণদের নিয়ে আক্রমণভাগ সাজিয়ে ছিলেন কোচ রবার্তো মার্টিনেজ। দারুণ খেলেছেন রোনালদোর সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলা গনসালো র্যামস। রোনোলদো না থাকায় বাড়তি দায়িত্ব নিয়ে খেলা অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ হ্যাটট্রিক করেছেন। তবে সবচেয়ে বড় চমক দিয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার হোয়াও নেভেস। তিনি হ্যাটট্রিক করার পাশাপাশি পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন।
এজন্যই আলোচনাটা উঠেছে। তবে কোচ এ ধারণা মানতে নারাজ। তাঁর মতে, রোনালদোকে নিয়েই পর্তুগাল বেশি ভালো।
আর্মেনিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে ‘রোনালদোহীন পর্তুগাল বেশি ধারালো কিনা’– এ প্রশ্ন উঠলে কিছুটা বিরক্তই হন কোচ, ‘রোনালদো, পেদ্রো নেতো, নোনু মেন্দেজকে নিয়েই আমরা ভালো দল। ফুটবল হলো ভুলের খেলা, এখানে কঠিন সময় আসবেই। যখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কেউ উপস্থিত থাকে, তখন বাকিরা বাড়তি দায়িত্ব নিয়ে জয়ের একটা পথ বের করে। তবে সেরা খেলাটা খেলতে হলে দলের সেরা খেলোয়াড়দের লাগবেই।’ কোচের কথায় রোনালদোর আগামী বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেকটাই নিশ্চিত হয়ে গেল।
নিউজ ডেস্ক : বিরাট কোহলি, রোহিত শার্মাদের অবসরের পর টেস্ট ক্রিকেটে পালাব...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি...
স্পোর্টস ডেস্ক : অবশেষে দেখা গেল সেই দৃশ্য। খেলা শেষে হাত মেলাচ্ছেন ভারত...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা হারে হোয়া...
স্পোর্টস ডেস্ক : শুধু এশিয়া নয়, বিশ্ব ক্রিকেটে নিজেদের সেরা দল হিসেবে জা...

মন্তব্য (০)