• খেলাধুলা

ভারতকে কী করে হারাতে হবে, ভালোভাবেই জানা আছে শমিতের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ দিন ধরে জয় পাচ্ছে না। সেই জুন উইন্ডোতে ভুটানের বিপক্ষে জয়টাই একমাত্র জয় হয়ে আছে এই বছর। তবে এবার ভারতকে হারিয়েই সেই অপেক্ষার শেষ হবে বলে বিশ্বাস করছেন মিডফিল্ডার শমিত সোম। আগামী ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।

ক্যাভালরি এফসির খেলোয়াড় শমিত এ বছর ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষিক্ত হন। এরপর তিনি চার ম্যাচ খেলেছেন লাল-সবুজ জার্সিতে। কিন্তু এখনো জয়ের স্বাদ পাননি। চার ম্যাচে দুই ড্র ও দুই হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

শমিতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল সিঙ্গাপুরের কাছে ২–১ ব্যবধানে হার দিয়ে। এরপর গত অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে শেষ দিকে সমতা আনেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে হারের তেঁতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গত বৃহস্পতিবার আবার নেপালের বিপক্ষে ইনজুরি সময়ে গোল হজম করে ড্র করে বাংলাদেশ।

এবার তিনি বিশ্বাস করছেন, ভারতের বিপক্ষে ম্যাচেই আসতে পারে প্রতীক্ষিত জয়। শমিত বলেন, ‘আলাদা করে প্রেরণা বানানোর দরকার নেই। সবাই জানে ভারত ম্যাচ মানে কী। আমি যখন প্রথম দিন এসেছি বাংলাদেশ দলে, তখনই কেউ বলেছিল ভারত ম্যাচের জন্য প্রস্তুত থাকতে। তখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ছিল। তাই এই ম্যাচ আমাদের মাথায় অনেক দিন ধরেই আছে। আমরা উদ্বুদ্ধ। আমরা এই ম্যাচ জিততে চাই, আর আমরা জিতবও।’

ভারতের বিপক্ষে কীভাবে সুযোগ সৃষ্টি করা যায়, তাও ব্যাখ্যা করেন তিনি। ‘ভারত ভালো দল, কিন্তু তাদের ফাঁকও আছে’ — বলেন শমিত। ‘তাদের মিডফিল্ড লাইন আর রক্ষণভাগের মধ্যে জায়গা আছে। নেপাল যেভাবে রক্ষণ করেছে, ভারত সে মান ধরে রাখতে পারবে বলে মনে হয় না। আমরা এখন যেভাবে পাস খেলছি, আমরা হাফ-স্পেস খুঁজে পাচ্ছি। এভাবেই ম্যাচে প্রভাব ফেলতে পারব।’

 

মন্তব্য (০)





image

ভারতের এমন পরাজয় মানতে পারছেন না সাবেক তারকা

নিউজ ডেস্ক : বিরাট কোহলি, রোহিত শার্মাদের অবসরের পর টেস্ট ক্রিকেটে পালাব...

image

রোনালদোকে ছাড়া বেশি শানিত পর্তুগাল!

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা কী তাতিয়ে দিয়েছিল পর্ত...

image

বাবর আজমকে দলের ‘মেরুদন্ড’ বললেন অধিনায়ক শাহিন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি...

image

একই বাসে মাঠে যাওয়া, হ্যান্ডশেক কোলাকুলিতে উচ্ছ্বসিত ভারত...

স্পোর্টস ডেস্ক : অবশেষে দেখা গেল সেই দৃশ্য। খেলা শেষে হাত মেলাচ্ছেন ভারত...

image

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা হারে হোয়া...

  • company_logo