ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৫ সাল শেষ হতে যাচ্ছে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা শুক্রবার (১৪ নভেম্বর) আফ্রিকার মাটিতে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ইনজুরি, কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং টিকা সংক্রান্ত জটিলতার কারণে বেশ কিছু নিয়মিত খেলোয়াড় ছাড়াই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
এই ম্যাচে অনুপস্থিত থাকবেন হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো, এনজো ফার্নান্দেজ, নাহুয়েল মোলিনা এবং মার্কোস আকুনিয়া। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি মাঠে থাকবেন। আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে, স্কালোনি ইতোমধ্যেই সম্ভবত একাদশ সাজিয়ে ফেলেছেন।
গোলকিপার এমিলিয়ানো 'দিবু' মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় খেলবেন অলিম্পিক মার্সেইয়ের গোলকিপার হেরোনিমো রুলি। রুলি ফরাসি লিগ ওয়ানে দারুণ ফর্মে আছেন, তার বিকল্প হিসেবে থাকবেন ওয়াল্টার বেনিতেজ। ইনজুরির কারণে নেই এনজো ফার্নান্দেজ।
গনসালো মন্টিয়েল এবং আকুনিয়ার অনুপস্থিতিতে রাইটব্যাক হিসেবে হুয়ান ফয়থের খেলার সম্ভাবনা রয়েছে, আর লেফটব্যাক হিসেবে থাকবেন নিকোলাস টালিয়াফিকো। সেন্টার-ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দি তাদের পুরানো জুটি বজায় রাখবেন। মাঝমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা এবং জিওভানি লো চেলসো খেলবেন।
আফ্রিকার দর্শকদের প্রত্যাশা অনুযায়ী, লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্টিনেজ। বিকল্প হিসেবে খেলতে পারেন হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজ এবং জোয়াকিন পানিচেল্লি। রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাসতান্তুয়োনোও ইনজুরির কারণে দলে নেই।
অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
হেরোনিমো রুলি; হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস টালিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হেরেছে আ...
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে বিপাকে পড়ে গেছেন ক...
স্পোর্টস ডেস্ক : মাত্র ২ মিনিটের আক্ষেপ। খেলার একিবারে শেষ মুহূর্তে গোল ...
স্পোর্টস ডেস্ক : ম্যাচটা জিতে গেছে বাংলাদেশ, এমনটা ধরেই নিয়েছিল সমর্থকরা...
স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে আজকের ম্যাচকে ঘিরে প্রত্যাশ...

মন্তব্য (০)