• খেলাধুলা

রাতেই মুখোমুখি ব্রাজিল-সেনেগাল, সম্ভাব্য একাদশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে খেলবে বাজিল। লন্ডনের ইমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এর আগে ২০২৩ সালে সেনেগালের বিপক্ষে লিসবনে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। 

শক্তির বিচারে সেনেগাল সহজ প্রতিপক্ষ নয়। দলটির অধিকাংশ ফুটবলার ইউরোপের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। সাদিও মানে কিংবা ক্লদিও কাউলিবালি সৌদি লিগে থাকলেও ইউরোপ মাতিয়ে গেছেন। বায়ার্নের স্ট্রাইকার নিকোলাস জ্যাকশন আছেন। ইসমাইল সার, পাপে গুয়েরা ইউরোপের লিগের পরীক্ষিত খেলোয়াড়।

আজ গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে সেলেসাওদের শুরুর একাদশে ফিরতে পারেন ম্যানসিটি ছেড়ে তুরস্কে যাওয়া গোলরক্ষক এদেরসন মোরালেস। রক্ষণে লেফট ব্যাকে মোনাকোয় খেলা কায়ো হেনরিক এবার সুযোগ পেতে পারেন।

তবে রাইট ব্যাকে মিলিতাওকে পরীক্ষা করে দেখতে পারেন কোচ। সেন্ট্রাল ডিফেন্সে শুরুর একাদশে পিএসজির মার্কুইনোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েসের থাকার সম্ভাবনা বেশি।

মিডফিল্ডে কাসেমিরো এখনো ব্রাজিলের ভরসার নাম। তার সঙ্গে ব্রুনো গিমারেজকে দেখা যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে নাম্বার টেন বা প্লে মেকারের ভূমিকা দেওয়া হতে পারে। ফরোয়ার্ড লাইনে শুরুতে এস্তেভাও উইলিয়াম থাকবেন বলে ইঙ্গিত করেছেন ব্রাজিলের কোচ ডন কার্লো। আক্রমণে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এদেরসন মোরালেস (ফেনারবাচে), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), কায়ো হেনরিক (মোনাকো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রদ্রিগো রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এস্তোভাও উইলিয়াম (চেলসি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

সেনেগালের সম্ভাব্য একাদশ

এডওয়ার্ড মেন্ডি (আল আহলি). অ্যালেক্সজান্ডার মেন্ডি (মন্টিপেলিয়ের), ক্লদিও কাউলিবালি (আল হিলাল), মুসা নিয়াখাতে (লিঁও), হাডজি ডিওফ (সাবাস), ইদ্রিসা গুয়ে (এভারটন), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), মাতার সার (টটেনহ্যাম), ইসমাইল সার (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস জ্যাকশন (বায়ার্ন মিউনিখ), ইলিম্যান নাদিয়ে (এভারটন)।

 

মন্তব্য (০)





image

ভারতের এমন পরাজয় মানতে পারছেন না সাবেক তারকা

নিউজ ডেস্ক : বিরাট কোহলি, রোহিত শার্মাদের অবসরের পর টেস্ট ক্রিকেটে পালাব...

image

রোনালদোকে ছাড়া বেশি শানিত পর্তুগাল!

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা কী তাতিয়ে দিয়েছিল পর্ত...

image

বাবর আজমকে দলের ‘মেরুদন্ড’ বললেন অধিনায়ক শাহিন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি...

image

একই বাসে মাঠে যাওয়া, হ্যান্ডশেক কোলাকুলিতে উচ্ছ্বসিত ভারত...

স্পোর্টস ডেস্ক : অবশেষে দেখা গেল সেই দৃশ্য। খেলা শেষে হাত মেলাচ্ছেন ভারত...

image

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা হারে হোয়া...

  • company_logo