ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি বিশেষ টিম রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অভিযানটি পরিচালিত হয় সিটিটিসি’র জয়েন্ট পুলিশ কমিশনার মুন্সী শাহাবুদ্দিনের নেতৃত্বে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সিটিটিসি’র টিম বিজয়নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় সরকারবিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রফিকুল ইসলাম বাঁধন (৩২), সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ, মোঃ সুমন হোসেন (৩৩), সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ, মেজবাউল ইসলাম (২৫), সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাইফুল ইসলাম সাইফ (৩১), ছাত্রলীগ কর্মী, মোস্তাফিজুর রহমান জনি (৩৭), সক্রিয় কর্মী, আওয়ামী লীগ, মোঃ শেখ রাশেদুজ্জামান (৩৫), সক্রিয় কর্মী, আওয়ামী লীগ, মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২), যুবলীগ কর্মী, মামুন সেখ (৪০), সক্রিয় কর্মী, স্বেচ্ছাসেবকলীগ, মোহাম্মদ রাজু (৩০), সক্রিয় কর্মী, স্বেচ্ছাসেবকলীগ, শফিউল আলম (৩৫), সক্রিয় কর্মী, যুবলীগ, জাহিদুল ইসলাম সুনু (৪০), সক্রিয় কর্মী, আওয়ামী লীগ, মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২), সক্রিয় কর্মী, যুবলীগ ও মিঠুন দেবনাথ (৩৪), ছাত্রলীগ কর্মী।
সিটিটিসি জানায়, গ্রেফতারকৃতরা সরকারবিরোধী কার্যক্রম সংগঠিত করার উদ্দেশ্যে গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের কাছ থেকে বিভিন্ন প্রচার সামগ্রী ও যোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সিটিটিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুল...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বাজার থেকে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চলনবিল সিএনজি অটোরিক্সা মা...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও মানবিক...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ...

মন্তব্য (০)