• সমগ্র বাংলা

নড়াইলে নার্সদের মানববন্ধন কর্মসূচি পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে নড়াইলে নার্সদের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় নড়াইল জেলা হাসপাতাল চত্বরে এ কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে জেলা হাসপাতালে কর্মরত নার্সর্দের পাশাপাশি নড়াইল নার্সিং কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নড়াইল জেলা শাখার সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক মোসাম্মাৎ মুজিদা খাতুন, নার্সিং সুপার ভাইজার অনিমা দাম, জয়া রানী চক্রবর্ত্তী, সিনিয়র স্টাফ নার্স পলি রানী কুন্ডু, সুপ্রিয়া ভৌমিক, শিখা বিশ্বাস প্রমুখ।

বক্তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূতকরণের প্রতিবাদ জানান এবং উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের উচ্চ পদে নিয়োগদানের দাবি জানান।#

মন্তব্য (০)





  • company_logo