• সমগ্র বাংলা

জামালপুরে নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে এক শিশু।  
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলরে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান এলাকার আনার বাড়ী ঘাট ঝিনাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

উদ্ধারকৃতরা হলেন- প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নরিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে চরভাটিয়ানীর এলাকার ছয়জন শিশু। এ সময় ইয়াসিন নামের শিশুটি উঠে পড়লেও অন্যান্য ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এখন পর্যন্ত তিনজন শিশুকে উদ্ধার করা হয়েছে। অপর দুই শিশুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, শুক্রবার বিকালে ৬ শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায়। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 

মন্তব্য (০)





  • company_logo