• সমগ্র বাংলা

ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন এক আহত জুলাই যোদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরার নাদিম ইতু (২৭) নামের এক জুলাই যোদ্ধা। যার গেজেট নম্বর - ২৪৮৯।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের এ আবেদন করেন তিনি। এসময় জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন।

আবেদনের কারণ ও যোদ্ধার বক্তব্য :

জেলা প্রশাসকের বরাবর দেওয়া ওই আবেদনপত্রে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু উল্লেখ করেন, 'জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকর যে পদক্ষেপ তাও নিতে পারেনি। অন্তর্র্বতীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয় রয়েছে।'

তিনি আরও উল্লেখ করেন, 'বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে পূর্বের ন্যায়ই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙ্গেনি, সাথে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।'

এব্যাপারে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু  জানান, 'আমরা যে জন্য আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পারছিনা। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকার যে পদক্ষেপ তাও নিতে পারেনি। তাই আমি সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।'

কর্তৃপক্ষের বক্তব্য :

আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, 'স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা হাতে পেয়েছি। আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিব।'

মন্তব্য (০)





image

নড়াইলে ফোন করে চাঁদা দাবি, থানায় অভিযোগের পর ব্যবসায়ীর বা...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চাঁদার অভিযোগ এনে থ...

image

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসে...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-১ আসনে বিএনপির ৬ প্রার্...

নড়াইল প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে ব...

image

ফরিদপুরের নগরকান্দায় নকল সার জব্দ, চালককে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া বাজার থেকে অভিযান চা...

image

ঐক্য কমিশনের রিপোর্টে অনৈক্যের সুর: যুবদলের প্রতিষ্ঠা বার...

 ফরিদপুর প্রতিনিধি : ঐক্য কমিশন দীর্ঘ দশ মাসের কথিত আলোচনার মাধ্যমে যে প...

  • company_logo