• সমগ্র বাংলা

নওগাঁয় রবিশস্য চাষাবাদে প্রণোদনা পাচ্ছে ৭০হাজার প্রান্তিক কৃষক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : ধান-চাল আর আম উৎপাদনে প্রসিদ্ধ উত্তরের জেলা নওগাঁয় রবিশস্যের চাষাবাদও হয় রেকর্ড পরিমাণ। চলতি মৌসুমে রবি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে জেলার প্রায় ৭০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ সহায়তা। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে চাষিদের এ প্রণোদনা দেয়া হচ্ছে। এতে রেকর্ড পরিমাণ জমিতে রবি ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তাদের।

ডিএই’র তথ্যমতে, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলার ৬৯ হাজার ৫০০ জন চাষির জন্য ৩৬৮ দশমিক ৫ মেট্রিক টন বীজ, ৬৯৪ মেট্রিক টন ডিএপি ও ৬৮৭ দশমিক ৫ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ করা হয়েছে। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে ৫৯৮ দশমিক ৭১০ লাখ টাকা। গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ডাল, মসুর ডাল ও অড়হড় চাষিদের নির্বাচিত একজন কৃষক যে কোনো একটি ফসল এক বিঘা জমিতে চাষের জন্য বিনামূলে এই সহায়তা পাবেন।

৫২ হাজার প্রান্তিক কৃষক এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১৫ হাজার ৪০০ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০০ জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৪০০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০০ জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার পাবেন। এছাড়াও ৩০০ জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৮০০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ২০০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

সম্প্রতি মহাদেবপুর উপজেলা পরিষদ কমপ্লে• চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের ৬ হাজার ৫৪০ জন চাষির মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও মো. আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিকে, দ্রুত সময়ের মধ্যে জেলাজুড়ে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রম লক্ষ্যমাত্রার শতভাগ সম্পন্ন হবে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। সরকারের এই উদ্যোগে খুশি এলাকার কৃষক।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোছা: হোমায়রা মন্ডল জানান, কৃষকরা সহায়তা পাচ্ছেন। তাদের খরচের একটা অংশ কমে যাচ্ছে। এতে ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলে আশা তার।

মন্তব্য (০)





image

ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহারের আবে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজ...

image

নড়াইলে ফোন করে চাঁদা দাবি, থানায় অভিযোগের পর ব্যবসায়ীর বা...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চাঁদার অভিযোগ এনে থ...

image

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসে...

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-১ আসনে বিএনপির ৬ প্রার্...

নড়াইল প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে ব...

image

ফরিদপুরের নগরকান্দায় নকল সার জব্দ, চালককে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া বাজার থেকে অভিযান চা...

  • company_logo